1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
চারঘাটে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

চারঘাটে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত প্রিন্ট করুন




সোহেল রানা,ভ্রাম্যমান,প্রতিনিধি:





রাজশাহীর চারঘাটে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক শুরু হয় কয়েক বছর ধরে। জমি নষ্ট করে পুকুর খনন বন্ধে ভুক্তভোগী কৃষকরা সব সময় সোচ্চার থেকেছেন। জমি রক্ষায় তারা দফায় দফায় অভিযোগ দিয়েছেন উপজেলা ও জেলা প্রশাসনে।

কিন্তু তাতে কোনো ফল হয়নি। ব্যতিক্রম দু’একটি ক্ষেত্রে লোক দেখানো অভিযান করে খননকারীদের জরিমানাতেই স্বীমাবদ্ধ প্রশাসন। কিন্তু দিন শেষে পুকুর খনন ঠেকানো যায়নি। প্রশাসনকে ম্যানেজ কওে এক পর্যায়ে পুকুর খনন সম্পন্ন হয়েছে। এখনও চলছে অব্যাহতভাবে পুকুরখনন। প্রশাসনের ভুমিকা রহস্যজনক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চারঘাট কৃষিবিদ আল মামুন হাসান বলেন, কৃষি জমিতে পুকুর খনন বন্ধে জেলা প্রশাসনের সভায় নিয়মিতকথা উত্থাপন হয়। কৃষি জমির শ্রেণি বদল করে পুকুর খনন পুরোপুরি বেআইনি। কিন্তু কেনোভাবেই পুকুর খনন বন্ধ হয়নি। ফলে কৃষি প্রধানএ অঞ্চলে দিনেদিনে কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে।

ভুক্তভোগী কৃষকদেও অভিযোগ, কোনো একটি এলাকায় পুকুরকাটা হলে তার আশপাশের কয়েকশ বিঘা কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জমি পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এতে প্রতিকূল প্রভাব পড়ছে পরিবেশে এবং ফসল উৎপাদন কমে যাচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুর খননে উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড থেকে শুরু করে থানাপুলিশ ও স্থানীয় প্রভাবশালীদেও কাছে পুকুরখনন বন্ধের ব্যবস্থার জন্য গেলেও কাজের কাজ কিছুই হয়না। মিথ্যা আশ্বাস দিয়ে অভিযোগকারীদের বিদায় করা হয়।

পরে জানা যায়, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ছত্রছায়ায় চারঘাটে বাধাহিনভাবে চলছে পুকুর খনন। শেষ পর্যন্ত পুকুর খনন আর বন্ধ হয়না, বরং একজনের দেখাদেখি অন্যরাও পুকুর খননে উৎসাহিত হচ্ছে। চারঘাট উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় পুকুর খননে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট। এসব সিন্ডিকেট পুকুর খননকারী ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও প্রভাবশালীদের মাঝে লেনদেনের দরদাম ও বন্দোবস্ত করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, গত কয়েক বছর ধওে চারঘাটে দিনদিন আবাদী জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে। এক সময় যে জমিতে আবাদ করা হতো ধান, গমসহ বিভিন্ন ধরণের ফসল। আজ সেখানে শুধুই পুকুর আর পুকুর। যে মাঠের দিকে তাকালে সবুজ ফসলে কৃষকদের প্রাণ জুড়িয়ে যেত, সেখানে এখন তাকালে শুধুই চোখে পড়বে পুকুর।

তিনি বলেন, এ অঞ্চলে পুকুর খননের মৌসুম শুরু হয় নভেম্বর থেকে জুন-জুলাই-বর্ষা না আসার আগ পর্যন্ত। শুধু চারঘাটেই পুকুরখনন স্বীমাবদ্ধ নয়, আশেপাশের পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, দুর্গাপুর ও বাগমারায় যেদিকে তাকানো যায়, চোখে পড়ে শুধু পুকুর আর পুকুর। যেখানে এক সময় ফসলের সমারোহ দেখা যেত।

জানা গেছে, কৃষিজমি,খাল-বিল, নালা-ডোবার জমি নাম মাত্র টাকায়ই জারা নিয়ে পুকুর খনন করছে প্রভাবশালী মহল। পুকুরখনন কওে মাছচাষের মাধ্যমে দ্রুত সময়ে অধিক মুনাফা লাভের আশায় স্থানীয় প্রভাবশালীরা যেমন পুকুর খননে ঝুঁকেছেন তেমনি জেলার বাইরের টাকাওয়ালা লোকজন ও পুকুর খননে কোটি টাকা বিনিয়োগ করছেন। ফলে চারঘাটে পাট, গম ও ধান চাষ কমেছে।

সরজমিনে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক হিন্দুপাড়ায় গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যাক্তির তিন ফসলী সাড়ে ১১ বিঘা জমি লিজ নিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। সেখানে করা হবে পুকুর। ফলে পুকুরখন বন্ধ করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

এরই মধ্যে গত দুইদিন আগে সেখানে শুরু হয়েছে পুকুরখনন। সেই পুকুরখননকে কেন্দ্র করে গত দুইদিন আগে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারপরেও সেখানে অবাধে চলছে অবৈধভাবে পুকুরখনন। পুকুরখননকে কেন্দ্র করে যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এদিকে জোতকার্ত্তিক হিন্দুপাড়ার পাশে নন্দনগাছী রেল লাইনের উত্তওে আরো একটি পুকুরখনন চলছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে। সেই পুকুরখনন বন্ধে স্থানীয়রা একাধিকবার স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন।

চারঘাট সদর ইউনিয়নের তালবাড়িয়া, পাচবাড়িয়া, ভায়ালক্ষিপুর ইউনিয়ন সরদহ ইউনিয়ন, শলুয়া ইউনিয়ন ও নিমপাড়া ইউনিয়নের ফসলের মাঠ জুড়ে খনন কাজ অব্যাহত রেখেছেন অবৈধভাবে পুকুর খননকারীরা। এতে প্রশাসনের ভুমিকা এলাকাবাসীর কাছে প্রশ্নের জন্ম দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব এলাকায় দিনের পর দিন, মাসের পর মাস পুকুরখনন অব্যাহত থাকলেও প্রশাসনের নজরে থাকলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় অব্যাহত রয়েছে পুকুরখনন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি। এখনও কোন অভিযোগ আমার চোখে পড়েনি। তবে এমন অভিযোগ ও অবৈধভাবে পুকুরখনন করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!