1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
পরবর্তী প্রজেক্টে স্টেডিয়াম ও সুইমিংপুল ব্যবস্থার পরিকল্পনা রয়েছে: ইবি ভিসি - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

পরবর্তী প্রজেক্টে স্টেডিয়াম ও সুইমিংপুল ব্যবস্থার পরিকল্পনা রয়েছে: ইবি ভিসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩৮ বার পঠিত প্রিন্ট করুন




রবিউল আলম, ইবি:





কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রীড়াঙ্গণকে আরও উচ্চতর অবস্থায় নিয়ে যেতে স্টেডিয়াম ও সুইমিং পুলের ব্যবস্থার পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বাংলাদেশের মধ্যে চমৎকার অবস্থায় আছে। আরও উচ্চতর অবস্থায় যাবে; আমরা তোমাদের জন্য সেই ব্যবস্থা করবো। খেলাধুলার পরবর্তী প্রজেক্টে স্টেডিয়াম ও সুইমিংপুল সহ আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) ১১ টায় আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলে তিনি।

উপাচার্য বলেন, পুরো সময়জুড়ে খেলোয়াড় সূচক মনোভাব সবার মধ্যে সৃষ্টি করেছে। মাঠে এমন শান্ত পরিবেশ খুবই চমৎকার বিষয়। খেলার মাধ্যমে আনন্দে ভরে উঠুক আমাদের হৃদয়। ইনডোর, আউটডোর গেমসে আমরা চ্যাম্পিয়ন হই। বাগানের ফুল যেমন সুন্দর তোমাদের হৃদয় খেলার মাধ্যমে তেমন সুন্দর হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি, বিজয়ী দলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, এই দিনটার জন্য প্রতীক্ষা করেছিলাম। কারণ আমি আসার পরে এই খেলার অনুমোদনটা দেয়া হয়। প্রথমে আমি দীর্ঘদিন পর্যন্ত একা একা অফিস করেছি। আমি স্পোর্টস ডিপার্টমেন্টকে বললাম যে একটা উৎসবের আয়োজন করা হোক।খেলাধুলার মাধ্যমে করোনাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমরা একটা ফুটবল টিম গঠন করেছিলাম। সেখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলাম ওই টিমের আমি। আমি জানি ফুটবলে এবং খেলাধুলায় কী আনন্দ। দর্শক হিসেবে এক আনন্দ, খেলার ভিতরে আরেক আনন্দ। খেলাধুলা হলো দেহ এবং মনের খোরাক। দেহের খোরাক হলো দেহ সুস্থ থাকে। মনের খোরাক হলো মন প্রশান্ত থাকে। এই বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা চলবে এবং পর্যায়ক্রমে বাস্কেটবল, ভলিবল ও ক্রিকেট আয়োজন করা হবে।

উল্লেখ্য, আয়োজিত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফাইনাল খেলায় ১-০ গোলে জয় লাভ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!