বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে -




উম্মে মাহিমা হিমা,ইবি প্রতিনিধিঃ





শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় নিকটস্থ আনন্দনগর নামক এলাকায় শীতার্তদের মাঝে এ কর্মসূচি পালন করা হয়। ইবি ছাত্র শিবির সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হামজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা জানি আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলটা বেশ পিছিয়ে পড়া অঞ্চল আরকি। সেদিক থেকে এখানকার স্থানীয় যারা আছেন বিশেষ করে গরিব শ্রেণির, তাদেরকে সহযোগিতা করা এবং সবসময় তাদের পাশে দাড়ানো আমাদের কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় শীতের সময় উনাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তার অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।