বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলা যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া জেলা যুবদল এর আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি-২০২৫ বুধবার বাদ যোহর মিফতাহুল উলুম বালক/বালিকা মাদরাসা কুষ্টিয়া আমলা পাড়ায় আয়োজিত হয় এই দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা যুবদলের আহবায়ক পদ প্রত্যাশিত কর্মী এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুহাদ রেজা ফাহিমএর সঞ্চালনায় ও তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি রবিউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন,
জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, শহর ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ সজল,শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সানভির, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মকসেদুল হক কল্লোল, আহসান শোভনসহ অনেকে।

মিফতাহুল উলুম বালক/বালিকা মাদরাসায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার খাইয়ে জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছে কুষ্টিয়া জেলা যুবদলের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচকবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন। তারা বলেন, শহিদ জিয়া ছিলেন আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের আগ্রাসনের বিরুদ্ধে এক আপসহীন দেশপ্রেমিক যোদ্ধা।