নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে জানাজায় অংশ নিতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার সেখানে যান। ঘণ্টা খানিকের ব্যবধানে সুযোগ বুঝে ওই শিক্ষকের বাড়ি ফাঁকা করলো চোরের দল। এসময় বাড়ির তিনটি দরজার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ডিশ ও ইন্টারনেট লাইনের বিভিন্ন ডিভাইস ও পেনড্রাইভ চুরি হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো. সোহেল রানার (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে এবং শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসা করেন। সোহেল রানা বলেন, তাঁর এক দুলাভাই মারা গেছেন। জানাজায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যান। প্রায় দেড় ঘণ্টা পরে বাড়ি ফিরে দেখেন, ভবনের তিনটি দরজার তালা ভাঙা। আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। বিছানা ও মেঝেতে পড়ে আছে লোহার কয়েকটি রড ও মাংস কাটার ডাঁসা। আর ড্রয়ারগুলোতে থাকা প্রায় নগদ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, ডিশ ও ইন্টারনেটের কয়েকটি ডিভাইস ও পেনড্রাইভ নেই। সোহেল রানার বলেন, আমাদের বাড়ি থেকে বের হওয়াটা কেউ নজরদারি করছিল। বের হওয়ার পর বাড়ির পেছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুরি করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।