নিজস্ব প্রতিবেদক :
কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে বিভিন্ন উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের দা’প’ট ক্রমেই বাড়ছে। এখন দেশজুড়ে শীত। কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষ। বিশেষ করে শহরের স্টেশন সহ রাস্তার পাশে পড়ে থাকা অ’স’হা’য় যাদের দুবেলা জোটে না একটু ভাত আর তাদের নেই শরীর ঢাকার মতো কাপড়। অ’স’হা’য় ছি’ন্ন’মূ’ল দ’রি’দ্র মানুষের ভো’গা’ন্তি’র শেষ নেই। শহরের এসব দ’রি’দ্র মানুষদের একটু উ’ষ্ণ রাখতে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাড়াতে মধ্যরাতে কম্বল নিয়ে ছুটে গেছেন আরিয়ান নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার মধ্য রাতে শহরের রেল স্টেশন এলাকায় গরিব-দুঃখী শীতার্ত ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে শীতবস্ত্র (কম্বল) পৌছে দেন আরিয়ান সংগঠনের একদল তরুন।
শীতের এই মধ্যরাতে শীতবস্ত্র দেখে রেল স্টেশনে থাকা ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপল্লুত হয়ে পড়েন।
আরিয়ান সংগঠন জানায়, কনকনে শীতে কাপছে পুরো দেশ। সেই সাথে তাল মিলিয়ে কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। শহরের রেল স্টেশন সহ রাস্তার পাড়ে পড়ে থাকা দ’রি’দ্র অসহায়, ছিন্নমূল মানুষদের একটু উ’ষ্ণ রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।