মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দর্শনায় কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





দর্শনাস্থ কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় কেরু এ্যান্ড কোম্পানির নির্মাণ বিভাগের সামনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ।সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় শুরুতেই বিগত দু’বছরের কার্য বিবরণীসহ আয়-ব্যয়’র হিসাব পেশ করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাক মোঃ হাফিজুর রহমান।এসময় স্বাগত বক্তব্য রাখেন শ্রম বিভাগ দামুড়হুদা অঞ্চলের সহপরিচালক মোঃ তৌফিক আহমেদ।এসময় কার্য বিবরণীর উপর আলোচনা রাখেন বর্তমান সভাপতি
ফিরোজ আহম্মেদ সবুজ ,সাবেক সভাপতি তৈয়ব আলী,বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সৌমিক হাসান রুপম ও জয়নাল আবেদীন নফর। এছাড়া অন্যান্যদের মধ্যে মফিজুল ইসলাম,রেজাউল হক,এসএ কবির,ইয়াছির আরাফাত মিলন,মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন,ইসমাঈল হোসেন,বাবুল আক্তার,আবু সাঈদ, রবিউল ইসলাম সুমন,সালাউদ্দিন সনেট,মিজানুর রহমান,ইকবাল হোসেন,মহিদুল ইসলাম,জাহিদুল ইসলাম,মাহবুবুল হাসান রকি,মাজেদুল ইসরাম ডাবলু, মাইনুদ্দিন আহম্মেদ,মনিরুল ইসলাম , সাইফুদ্দিন সুমন,আসাদুজ্জামান,আবু সিদ্দিক,আমিনুল ইসলাম,বাবর আলী,আব্বাস আলী।
বিলুপ্ত কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ আগামী ১৬ ফেব্রুয়ারী নির্বাচনের দিন উপস্থাপন করে কন্ঠ ভোটে পাশ করান। এসময় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি ঘোষনা করা হয়।তারা হলেন চেয়ারম্যান,আব্দুছ সাত্তার(মহাব্যবস্থাপক অর্থ),সদস্য আবু সাঈদ(ব্যবস্থাপক, পরিবহন), সদস্য আল- আমিন( উপব্যবস্থাপক, পারসোনেল),সদস্য শেখ জাবেদ হাসান(উপব্যবস্থাপক, হিসাব),সদস্য জহির উদ্দিন(সহ ব্যবস্থাপক বানিজ্যিক)।