মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

লামায় বন্য হাতির আক্রমণে মহেশখালীর এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে -




আকতার মিয়া, কক্সবাজার।।





বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। খাবারের খোঁজে ঘরে ঢুকে ঘুমন্ত ওই শ্রমিকের ওপর হামলা চালায় হাতির দল।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট এলাকার শাহাবমিয়া বর নাতি মো: আক্কেল আলীর ছেলে। সে লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রতিনিয়ত বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে। আজ শনিবার ভোর ৪টার দিকেও গহীন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবারের খোজে ইছহাক মেম্বার পাড়ায় চলে আসে। পরে  ধান-চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা অবস্থায় মো: কালু ওপর আক্রমণ চালায় হাতির দল।

আক্রমণে গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কা