নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে জেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আইলচারা ইউনিয়ন কৃষকদল এই কৃষক সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন জানান, কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতেই এই আয়োজন দলটির।
আরিফুর রহমান সুমন আরো বলেন, দেশে একমাত্র সরকারই হলো বিএনপি, যারা কৃষকদের নিয়ে ভাবে। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না, বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। কৃষক ও তার পরিবারের সুরক্ষার জন্য বিমা কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে তারেক রহমান।
এসময় প্রধান বক্তা জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম ও পরিচালনা করেন সদস্য সচিব আশারাফুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শফি উদ্দিন শফি, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ নেতাকর্মী।
এদিকে সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোমিনুল ইসলাম কাজিম ও সদস্য সচিব আশরাফুল সমাবেশ থেকে বার্তা দেন, আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিসদের নির্বাচনে আসার সুযোগ নেই। যারা দেশের অর্থ লুট করে পালিয়েছে তাদেরকে জনগন মেনে নিবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।