মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম নুরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি।
এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য কহর আলী, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে সন্ধা সাড়ে ৬টার দিকে জেলা কৃষক দলের আয়োজনে বারখাদা দক্ষিণপাড়ার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় ছিন্নমূল শীতার্তদের শীত নিবারনে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম। নিজ হাতে কৃষকদলের এই দুই নেতা প্রতিটি অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশে আরিফুর রহমান সুমন বলেন, কৃষকদের টাকা মেরে স্বৈরাচার খুনি শেখ হাসিনা এই দেশটাকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়েছে। তিনি আরো বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে খুনি হাসিনার পরিবার এই দেশ থেকে যত টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা দিয়ে অসংখ্য পদ্মা সেতু বানানো যেত।

এসময় জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী দিনে আপামর জনগনের ভোট ও সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।

কম্বল বিতরণকালে কৃষকদলের এই দুই নেতা বলেন, শহরের বারখাদা দক্ষিণপাড়ায় অনেকগুলো পরিবার বসবাস করেন। এখানে অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই।শীতে অনেক কষ্টে রাতযাপন করেন তারা। প্রাথমিক পর্যায়ে এর আগে সদর উপজেলার নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল এর মাধ্যমে শহরের বেশ কয়েক জায়গায় কম্বল বিতরণ করা হয়। শহরের মানুষের শীত নিবারনে এবারে কৃষকদলের আয়োজনে বারখাদা দক্ষিণপাড়ায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এ কম্বল দেওয়া হয়েছে। তবে কৃষকদলের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।