কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শনে আগমন ঘটে ঢাকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোয়াজ্জেম হোসেনের।
সোমবার (২৭) জানুয়ারি বাংলাদেশ পুলিশ ঢাকা স্পেশাল ব্রাঞ্চ (স্পেশাল অ্যাফেয়ার্স) ডিআইজি মোয়াজ্জেম হোসেন কুষ্টিয়ায় জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী প্যারেড পরিদর্শন করেন স্পেশাল ব্রাঞ্চের এই ডিআইজি। পরে কুষ্টিয়া পুলিশ অফিস উপস্থিতি পূর্বক জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ শাখার গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রারপত্র পর্যালোচনা করেন ও জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা বিশেষ শাখার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ডিএসবি অফিসার ও ফোর্সের সহিত এক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার সহ ডিআইও ১, জেলা বিশেষ শাখা, ডিএসবি’র সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ।