মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মিরপুরে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার 

প্রকাশিত হয়েছে -




শিপন আলী, স্টাফ রিপোর্টার:





কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা বাজার সংলগ্ন মাঠে মঈন উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মঈন উদ্দিন (৩০) মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামানিকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) মঈনুদ্দিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হন। পরে বাড়ি না ফিরলে, সকালে ধলসা বাজারের পাশের মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।