মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া গড়াই মহিলা কলেজ পরিদর্শনে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়ার গড়াই মহিলা কলেজ পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে জেলা শহরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সরেজমিনে পরিদর্শণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এদিকে সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।

পরিদর্শকালে অতিথিদের আগমনে তাদেরকে গড়াই মহিলা কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ অধ‍্যক্ষ উত্তম কুমার ঘোষ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক এস এম গোলাম রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, আলফাজ হোসেন, সেলিম রেজা, জয়নাল আবেদীন সাধু, সিনিয়র সদস্য ও উক্ত কলেজের অধ্যাপক মাহাবুব আলম বিশু সহ নেতাকর্মী।

পরে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনে যা করনীয় তাই করা হবে। এছাড়া শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপির ৩১দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা শিক্ষা ক্ষেত্রে সংস্কার করে বৈষম্য দুর করা হবে।