দৌলতপুর প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ বন্ধু আহত হয়। এ সময় ঘটনাস্থলেই বাঁধন হোসেন (১৫) নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জানুয়ারি) সকালে আহত নাবিল আহমেদ (১৫) নামে আরো এক স্কুলছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একই শ্রেণীর ছাত্র সামিউল ইসলাম (১৫) চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন হোসেন মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার সাজ্জাদ হোসেন শিলনের ছেলে এবং নাবিল আহমেদ একই ইউনিয়নের মুসলিমনগর গ্রামের নিয়ামুল হকের ছেলে। গুরুতর আহত সামিউল ইসলাম মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার কামরুজ্জামান সোহেলের ছেলে। আহত সামিউলের অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হতাহতরা মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩জন বন্ধু মোটরসাইকেল যোগে মহিষকুন্ডি এলাকা থেকে ময়রামপুর গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হয়। এ ঘটনায় আহত নাবিল আহমেদ ও সামিউল ইসলাম কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সড়ক দূর্ঘটনায় পরপর দু’জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজন ছাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।