মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শিক্ষকের বিদায়ী সংবর্ধনায় কাঁদলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদঃ





কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ ওসমান গনি কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।শেখ মো:ওসমান গনি আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

হে অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সব চেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যেতে হয় , ছন্দে ছন্দে এমন বক্তব্যের মাধ্যমে, পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ ওসমান গনি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম।

৩০/০১/২৫ তারিখ বৃহস্পতিবারে স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন, কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসাইন ,আরো উপস্থিথ ছিলেন,শিক্ষক সহ সকল ছাত্র,ছাত্রী বৃন্দ।

অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন স্যার ১৬/০৪/১৯৯২ সালে কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন।স্কুলে যোগদানের পরে ৩২ বছর ৯ মাস ১৪ দিন তিনি নিষ্টার সাথে শিক্ষকতা করেন।প্রায় ২০ কিলোমিটার পথ পারি দিয়ে আমাদের শিক্ষা দিতে আসতেন, এত দূর্গম পারি দিতে গিয়ে অনেক দূর্ঘটনার শিকার হয়েছেন তিনি,তবুও তিনি ঠিক সময়ে স্কুলে গিয়ে ছাত্র,ছাত্রীদের হাসি,মাখা মূখে পাঠ দান করেছেন।তার কাছে শিক্ষা গ্রহণ করে আজকে অনেক ছাত্র,ছাত্রী দেশের বিভিন্ন স্থানে চাকরি করছেন।তাই শিক্ষকের কোন তুলনা হয় না। আমাদের বাবার সমান।অনেক সময় আমাদের ভালোর জন্য আমাদের আঘাত করেছেন।শিক্ষক সম্পর্কে বলে শেষ করা যাবে না।মহান আল্লাহ শিক্ষকের সুস্থতা দান করুক।

বিদায়ী শিক্ষক শেখ ওসমান গনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষক অত্যন্ত ভালো এ আদর্শ একজন মানুষ গড়ার কারিগর, আমি শুধু উপস্থিত সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা সকলে মাদক, সন্ত্রাস ইভটিজিং, সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড কে না বলি।আর আমার জন্য সকলের দোয়া করবেন।