মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

প্রকাশিত হয়েছে -




মোঃ আব্দুল মজিদ, নওগাঁ :





নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের শিক্ষক সংকট চরমে। বর্তমানে ২৫ জন শিক্ষকের মধ্যে ৯ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীর পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে প্রায় ৮০০শ ছাত্র-ছাত্রীর পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা যায়, বিগত ১৯৪০খ্রি.প্রায় ৪ একর জমির ওপর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।বদলগাছী থানা সংলগ্ন বিদ্যালয়টির ৪ একর ৫ শতক জমির ওপর বিভিন্ন অবকাঠামো অবস্থিত এবং বিদ্যালয়ের সম্মুখে বিশাল আকৃতির একটি ফুটবল খেলার মাঠ রয়েছে

বিগত সরকারের আমলে ২০১৮ সালের ২১শে মে বিদ্যালয়টি সরকারি করা হয়। বদলগাছী উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল হওয়ায় ছাত্র-ছাত্রীর সংখ্যা আরো বাড়তে থাকে। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নের দীর্ঘ সময়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অনেক প্রবীণ শিক্ষক অবসরে গেছেন। বর্তমানে ২৫ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক সহ ৯ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানান, তাদের বিদ্যালয়ে প্রতিদিন সপ্তম ঘণ্টা পর্যন্ত ক্লাসের পাঠদান থাকলেও তীব্র শিক্ষক সংকট থাকার কারণে ক্লাসের সমস্যা হচ্ছে। শিক্ষকের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস করতে পারেন না।

অভিভাবক শারমিন আক্তার বলেন,আমার দুই সন্তান এই বিদ্যালয়ে পড়াশোনা করে এই বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো কিন্তু বর্তমান এই বিদ্যালয়ের শিক্ষক অনেক কমে গেছে যার করণে আমি আমার সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছি।

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো.মোজাফফর হোসেন বলেন, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় প্রায় ৮০০শ ছাত্র-ছাত্রীর প্রতিদিনের শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে।সহকারী প্রধান শিক্ষকসহ অনেক প্রবীণ শিক্ষক অবসরে যাওয়ার কারণে ২৫ জন শিক্ষকের জায়গায় আমি সহ ৯ জন শিক্ষক এবং বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এর সঙ্গে আলোচনা করে আরো ৩ জন অস্থায়ী শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলের ক্লাস করানো হচ্ছে।আমরা শিক্ষক চাহিদা দিয়েছি শিক্ষক নিয়োগ হলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে।

বদলগাছী সরকারি মডেল হাইস্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন,যদি শিক্ষক সংকট থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে শিক্ষক নিয়োগের বিষয়ে জানানো হবে।