সোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম 

প্রকাশিত হয়েছে -




সমাচার ডেস্ক অনলাইন :





বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার বিকালে নিজের ফেসবুক পোস্ট থেকে সারজিসের বিয়ের বিষয়টি জানা যায়।সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। সেখানে একটি ছবিও পোস্ট করেন তিনি।

ছবিতে সারজিসকে বরের সাজে দেখা যাচ্ছে। ছবিতে তার পাশে রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই ছবি ফেসবুকে পোস্ট করে সারজিসকে অভিনন্দন হাসনাত আবদুল্লাহও। পোস্টে তিনি সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেছেন।

তবে সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই।

সূত্র: সমকাল