মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসা’র আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল ড. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।