বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া প্রেসক্লাবে দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাকের জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি ॥





কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাকের জন্মদিন পালিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া প্রেসক্লাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আরিফ মেহমুদ, নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের সদস্যসহ মোস্তাফিজুর রহমান লিটন, শাহরিয়ার আলম শাওন, সাজেদুর রহমান টিটুসহ প্রমুখ।