নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় ২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়। আজ সকাল ১০ টায় জেলা প্রশাপসকের সন্মেলন কক্ষে প্রস্ততি সভা অনিষ্ঠিত হয় । প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ ,অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নার্থসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়িার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন,পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মতো সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা।