মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
দর্শনায় কেরু’র শ্রমিক- কর্মচারী ইউনিয়নের ১৬ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে তৈয়ব আলী সংগঠনের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধা ৬ টায় সভাপতি প্রার্থী তৈয়ব আলী সংগঠনের সাপ্তাহিক কর্মীসভার সভাপতিত্ব করেন পরিবহন বিভাগের আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কর্ণধর ও সভাপতি প্রার্থী মোঃ তৈয়ব আলী।এসময় সংগঠনের কর্মী মনিরুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি প্রার্থী পরিবহন বিভাগের ইয়াছির আরাফাত মিলন, ডিষ্টিলারী বিভাগের আব্বাস আলী, ইদ্রিস আলী, রেজাউল, টারবাইন বিভাগের জাহিদুল ইসলাম জাহিদ, সিডিএ নেতা সাবেক মেম্বর সাইফুদ্দিন সুমন, বয়লার বিভাগের আনিছুর রহমান, ওয়ার্কসপের ওমর ফারুক প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব আলী বলেন,চুক্তিভিত্তিক কানামনা শ্রমিকদের সঙ্গে নিয়েই নির্বাচন করবো,কোন নাটক কাজে আসবে না। এসময় অন্যান্য বক্তারা বলেন,এবারের নির্বাচনে তৈয়ব আলীকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কেরুজ চিনি কারখানা ও ডিস্টিলারি রক্ষায়, শ্রমিক স্বার্থে রাজপথে থাকা লড়াকু সৈনিক তৈয়ব আলীর কোনো বিকল্প নেই। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ৩ বারের নির্বাচিত সভাপতি তৈয়ব আলীর বিজয় নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে।