1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় এবার বুলডোজার দিয়ে হানিফের বাড়ি ভাঙচুর - দৈনিক দিনের সমাচার
সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় এবার বুলডোজার দিয়ে হানিফের বাড়ি ভাঙচুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত প্রিন্ট করুন




নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়ার পিটিআই রোডে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহাবুবউল আলম হানিফ এর বাস ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে   একটি বুলডোজার নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিয়ে বিল্ডিং ভাঙচুর শুরু করে ছাত্র জনতা।

 

গত আওয়ামী সরকারের শাসন আমলে হানিফের পিটিআই রোডে অবস্থিত বাসভবন হয়ে উঠেছিল কুষ্টিয়ার কেন্দ্রবিন্দু, টেন্ডার বাজি, মনোনয়ন–বাণিজ্য, চাকরির নিয়োগ-বদলি, ব্যবসা-বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরে। হানিফ ঢাকাতে থাকলেও এই বাড়ির দেখভালের দায়িত্ব ছিল তারই চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার উপরে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও জেলার রাজনীতির দায়িত্ব দেয়া হয়েছিল আতার উপরে। সিনিয়র নেতারাও তার কাছে ছিল কোনঠাসা। সকল ধরনের দুর্নীতির মাধ্যমে হানিফের ছায়াতলে থেকে শূন্য থেকে হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক আতা।

 

গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। সেই থেকে হানিফ ও তার চাচাতো ভাই আতার খোঁজ মিলছে না।

 

এর আগে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় হানিফের বাড়ি ভাঙচুর হয়।

 

বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে উস্কানি মূলক বক্তব্য দেওয়ায় ঢাকার ধানমন্ডি ৩২নং এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতা বজায় রেখে কুষ্টিয়ায় ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে, বুধবার রাত ১০ টার দিকে ছাত্র জনতা হানিফের বাড়ি ভাঙচুর শুরু করে। পরে সেখানে নিয়ে আসা হয় একটি বুলডোজার, গুড়িয়ে দেয়া হয় হানিফের বাসভবন এ সময় আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র ও জনতা।

 

দেখা গিয়েছে, হানিফের বাড়ি ভাঙচুরের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির সামনে আগুন জ্বালিয়ে দেয়।

 

এদিকে শহরের কদমতলা মোড়ে অবস্থিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের বাসভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করে। সেখানে অবস্থান নিয়ে ছাত্র জনতা জানতে পারে আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খানের বাস ভবনে ভাড়াটিয়া রয়েছে। এ অবস্থায় বাড়িটির সামনে আগুন জ্বালিয়ে ঘন্টা ব্যাপী আন্দোলন করে ছাত্র জনতা। আওয়ামী লীগের ঠাই হবে না সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

 

এসময় আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসররা কোথায় গেলি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাসির দাবি জানিয়ে মিছিল করে। পরে শহরের সাদ্দাম বাজারস্থ কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশার বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে গিয়ে জানতে পারে আবু তৈয়ব বাদশা পলাতক রয়েছে, তার বাড়িতে ভাড়াটিয়া রয়েছে। এসময় ঘন্টাব্যাপী আন্দোলন করতে দেখা যায় ছাত্র জনতাকে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!