নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ায় দীর্ঘদিন পর কোনো প্রতিবন্ধকতা ছাড়াই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জেলা ও শহর ছাত্রশিবিরের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শহর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মারা।
সভাপতির বক্তব্যে খাজা আহমদ বলেন, ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায়। এ পর্যন্ত ছাত্রশিবিরের সদস্যরা যত জায়গায় অবস্থান নিয়েছে সেখানে সততার পরিচয় দিয়েছে।
বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব করছে ছাত্রশিবির।