নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থান উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া- ৪ আসনের সাবেক সংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, গত ১৬বছর ধরে জেলা বিএনপির সভাপতি ছিলাম। এখন কেন্দ্রে আছি। কয়েকবার এমপি ছিলাম। আজকাল দেখেন পত্র-পত্রিকায় দেখা যায় এই লুট করেছে, সেই লুট করেছে, অমুক লুট করেছে, তমুক করেছে।বাড়িঘর-জমিজমা দখল করেছে। টাকা পয়সা লুট করেছে। আমি তিনবার এমপি ছিলাম, আমার বিরুদ্ধে ৩২টি মামলা আছে। কিন্তু একটাও দুর্নীতির মামলা নাই। ভবিষতেও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমার নামে দুর্নীতির মামলাও হবে না।’
শুক্রবার সকালে কুষ্টিয়ার জিমন্যাস্টিক ক্লাবের বার্ষিক সাধারন সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহবার উদ্দিন।
জিমন্যাস্টিক ক্লাবের আহবায়ক মেজবা-উর- রহমান পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ, কুষ্টিয়া জজ কোর্টের বিশেষ পিপি শামিমুল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিমন্যাস্টিক ক্লাবের সদস্য সচিব কামাল উদ্দিন।