শিপন আলী স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের একটি গাছ থেকে বাকপ্রতিবন্ধী মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত বাকপ্রতিবন্ধী ঐ গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে জাহানারা বেগম।
শনিবার (৮ জানুয়ারি) সকালে দাড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানের জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
দাড়ের পাড়া গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে গোলাপ রহমান বলেন, জমিতে সেচ দেয়ার জন্য মাঠে গিয়ে দেখি একটি মানুষ বরই গাছে ঝুলছে। পরে আমি স্থানীয়দের খবর দেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এশার নামাজের পরে দাড়ের পাড়া মোড়ের একটি দোকানে তাকে শেষবারের মতো দেখেছিলেন তারা।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, জাহানারা বাকপ্রতিবন্ধী। সে প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাটাহাটির জন্য বাইরে বের হয়েছিল। পরে আর বাড়ি ফেরেনি। সে বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারে এবং মানুষের বাড়িতেও কাজ করতো।
তিনি আরও বলেন, ‘মরদেহ ঝুলছে’ এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তার শরীরের জামাকাপড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। তিনি দাবি করেন, তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে।
এ ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানায় এলাকাবাসী।এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত করা হবে এবং পরিবার থেকে যদি মামলা দেয় মামলা নেয়া হবে।