বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত হয়েছে -




আজিজুল হাকিম:






কুষ্টিয়ার ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। সারা দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট প্রদান করেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ডাবলু ও স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, আমাদের স্কুলে মোট সাড়ে ৬০০ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৫০০ শিক্ষার্থী আজকের খেলাধুলায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে।
প্লে গ্রুপ থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ৫টি বিভাগ ছিল। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদেরকে বিশেষ পুরষ্কৃত করা হয়েছে। অন্যান্য সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও খেলাধুলায় অংশগ্রহণ করেছেন প্রতিটি ছাত্রছাত্রীর অভিভাবকগণ। তাদের সকলকেও পুরস্কৃত করা হয়েছে।