বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গাজীপুরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

প্রকাশিত হয়েছে -




চয়ন আহমেদ, কুষ্টিয়া :





গাজীপুরে ছাত্র-জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও ফ্যাসিবাদীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়ায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জেলা নাগরিক কমিটি।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বড়বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের এনএস রোড প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় গাজীপুরে ছাত্র-জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রতিবাদ ও ফ্যাসিবাদীদের আওয়ামী লীগ নিষিদ্ধ এবং কুষ্টিয়া আওয়ামীলীগের দোষরদের গ্রেফতার দাবী করে বক্তব্য রাখেন কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এসে ছাত্রদের সাথে আলোচনা শেষে সড়ক ছেড়ে চলে যায় আন্দোলনকারীরা।

এ কর্মসূচি চলাকালে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।