বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দামুড়হুদায় ট্রাক্টরের চাপায় দু’মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৬) ও একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫) মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে নিজ গ্রাম বাস্তপুর আসছিল। এ সময় বাস্তপুর এলাকার কামালের দোকানের সামনে পৌঁছালে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাদেরকে চাপা দিলে মটরসাইকেল থেকে দুজন রাস্তার উপর ছিটকে পড়ে ও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন।