মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ কে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। মাসুদ নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরীর আরকেডিয়া ডায়াগনস্টিক সেন্টারের সামন থেকে পৌরসভার ১নং ওয়ার্ড বাগডাঙ্গা পীরবাড়ি ফকিরটারী গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলী ছেলে মোহাম্মদ মাসুদ (৩৮)কে গ্রেপ্তার করে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,মাসুদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় দায়ের করা ১/২/২৫ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।