সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে সুন্দরবোন কুরিয়ার সার্ভিসের সামনে পাথরবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী জুবায়ের(৪৫) নামের এক অধ্যক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা অফির্সার ইনচার্জ মোজ্জামেল এতথ্য নিশ্চিত করেছেন। আরোহী নিহত জুবায়ের(৪৫) নাটোর গুরুদাসপুর মাহাফুজুর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ ও নাটোর সদরের বাসিন্দা ছিলেন। নাটোর সদরের মোকসেদের ছেলে আব্দুল খালেক আহত হন।
জানা যায়, রাজশাহীতে স্ব্যস্থ্য বিষয়ের একটি সেমিনার শেষ করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিহতরা ইয়ামা কোম্পানীর (নাটোর-হ ১২-৯৯১৬) মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে বানেশ্বর কুরিয়ার সার্ভিসের সামনে পৌছালে পেছনদিক থেকে অজ্ঞাত পাথরবোঝায় ট্রাক ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যপক জুবায়ের সড়কের উপড় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পবা(শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নেন।