বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আটক

প্রকাশিত হয়েছে -




মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:





কুড়িগ্রামের নাগেশ্বরীতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাফুজার রহমান মুকুল উপজেলার নেওয়াশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নেওয়াশী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নেওয়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচতি হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামী ছিলেন। থানায় দায়ের করা ১/২/২৫ নং মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার হয়।