মোঃ নুরনবী সরকার,নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী (২৫)গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্তোষপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে তাকে আটক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে। তিনি বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর একাধিক অভিযোগ রয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় দায়ের করা ১/২/২৫ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে নুন খাওয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক তৈমুর রহমানকে ১/০২/২৫ মামলায় আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।