মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয় :





কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ (জিওপি)’র আংশিক কমিটি আগামী এক ( ০১) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি খালেকুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুল খালেক, ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তৌকির আহমেদ কে পদ দেওয়া হয়েছে।

বুধবার (১২ গেব্রুয়ারী) ২০২৫ ইং তারিখে গন অধিকার পরিষদের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুলহক নুর ও সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির প্যাডে উল্লেখিত রয়েছে আগামী এক বছরের জন্য কুষ্টিয়া জেলায় এই কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদের তিনজনের মধ্যে সভাপতি খালেকুজ্জামান শিক্ষকতা করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড করেন। সাধারন সম্পাদক আব্দুল খালেক ঠিকাদার ব্যবসায়ী এবং সমাজসেবক। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া মোঃ তৌকির আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক হিসেবে আন্দোলনের সময় দায়িত্ব পালন করেছেন।