1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত প্রিন্ট করুন




নিজস্ব প্রতিবেদক:





ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নামে মামলা করেছেন এক বিএনপি নেতা। এ মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ আরও ৯৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। ভাঙ্গার বিএনপি’র নেতা সাইদুর রহমান শিকদার মিঠু বাদী হয়ে বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালত, ফরিদপুর এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে মজিবর রহমান চৌধুরী নিক্সন (৪৮) (সাবেক সংসদ সদস্য ফরিদপুর ৪নং আসন, পিং- মৃত ইলিয়াস আহম্মেদ চৌধুরী,
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র ব্যক্তিগত সহকারী ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা ও ছোটখারদিয়া গ্রামের বাসিন্দা মৃত মজিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম, শাহদাত হোসেন (৬০) (সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান) পিং-মৃত দবিরউদ্দিন হাওলাদার, সাং-নয়াকান্দী,৩। কাউসার ভূঁইয়া (৬০) (সদ্য সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান), পিং- অজ্ঞাত, সাং- শাহমল্লিকদী, ৪। মোঃ আল হাবিব (৫৫) (সাবেক চেয়ারম্যান), পিং- মৃত তোবার শেখ, সাং- খামিনারবাগ, ৫। আবু জাফর মুন্সী (৬৫), পিং- মৃত এরফান উদ্দিন মুন্সী, সাং- কাপুড়িরা সদরদী, ৬। ইসমাইল মুন্সী (৪০), পিং- মৃত হালিম মুন্সী, সাং- কাপুড়িরা সদরদী, ৭। ফাইজুর রহমান (৬০) (সাবেক সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), পিং- মৃত হাসেম চোকদার, সাং- পশ্চিম হাসামদিয়া, ৮। মেহেদী পারভেজ চন্দন (৪২), পিং- মৃত আতিয়ার রহমান বাকী মিয়া, সাং- সরদিয়া, ৯। সোবাহান মুন্সী (৫০) (সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), পিং- মৃত রব মুন্সী, সাং- হোগলাডাঙ্গী,

১০। মামুন, অফিসার ইনচার্জ, ভাংগা থানা, ফরিদপুর, ১১। নজরুল ইসলাম শিকারী (৫৫) পিং-মৃত রশিদ শিকারী, সাং- সোনাখোলা, ১২। হাজী মেঃ শাহ আলম (নানু) (৬০) (সভাপতি আওয়ামিলীগ ৭নং ওয়ার্ড ভাংগা পৌরসভা), পিং- মৃত ছয়জদ্দিন মিয়া, সাং- চৌধুরীকান্দা সদরদী, ১৩। শরিফুজ্জামান শরিফ (৫৫) (সাবেক সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), ১৪। লাবলু মুন্সী (৫৫), পিং-অজ্ঞাত, ১৫। জাহিদ মুন্সী (৫০), পিং- মৃত হাসেম মুন্সী, ১৬। সাদ্দাম মুন্সী (৪০), পিং- লতিফ মুন্সী (১৪-১৬নং আসামীর সর্ব সাং-হোগলা ডাঙ্গী সদরদি), ১৭। তারেক চেয়ারম্যান (৪০) (সাবেক চেয়ারম্যান, নুরুল্লাহগঞ্জ ইউনিয়ন), ১৮। আক্তারুজ্জামান মাতুব্বর (৪২) পিং- মৃত আবু বক্কর মাতুব্বর, সাং- সোনাখোলা, ১৯। সৈয়দ শাহিন আলম শাহাবুর (৫০), (সাবেক চেয়ারম্যান, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদ), ২০। মোঃ মতিউর রহমান (৬৫), সাবেক সভাপতি ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, পিং- মৃত রাজেক মাতুব্বর, সাং- গঙ্গাধরদী, ২১। শাহজাহান হাওলাদার (৫৫), (চেয়ারম্যান, আজিমনগর ইউনিয়ন পরিষদ) পিং- অজ্ঞাত, সাং-পুকুরপাড়, ২২। পরিমল (৬০) (সাবেক চেয়ারম্যান, তুজারপুর ইউনিয়ন পরিষদ), ২৩। সাহেব আলী মাতুব্বর (৪২) (সাবেক কমিশনার ভাঙ্গা ৩নং ওয়ার্ড) পিং- মৃত আবু মাতুব্বর, সাং-ভাঙ্গা কলেজ পাড়, ২৪। খোকন মিয়া (৪৫), পিং-অজ্ঞাত, সাং- (চেয়ারম্যান, হামিরদী ইউনিয়ন পরিষদ), ২৫। রোমান (৩২), যুবলীগ নেতা, ঘাজয়া ইউনিয়ন যুবলীগ, পিতা-শাজাহান মাতুব্বর, গ্রাম- রশিবপুরা, ভাঙ্গা, ফরিদপুর,

২৬। আল-আমিন মুন্সী (৪০), সাবেক সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পিতা-আব্দুস সালাম, সাং-হোগলাডাঙ্গী, ২৭। সৈয়দ মাহফুজুল হক, পিতা-সৈয়দ শাহজাদা, সাং-ছিলেধরচর, ভাংগা, ২৮। সাইফুর রহমান মিরন (৬৫) (ভারপ্রাপ্ত সভপাতি উপজেলা ভাঙ্গা আওয়ামীলীগ), ২৯। আক্তারুজ্জামান রাজা (৬০) (সাধারন সম্পাদক, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ) সাং-ভাঙ্গা টাউন, ৩০। মাওলানা ইউসুফ আলী মৃধা (৫৫) (সাধারন সম্পাদক ধর্ম বিষয় ভাঙ্গা উপজেলা ও প্রধান শিক্ষক পল্লিবেড়া দাখিল মাদ্রাসা ভাঙ্গা), ৩১। রেজাউল হাসনাত দুদু (৫৫) (চেয়ারম্যান কাউলীবেড়া পরিষদ) ইউনিয়ন, ৩২। ইয়াদ শিকদার (৪৮), পিং- মৃত চান্দা শিকদার, সাং- চৌধুরীকান্দা, ৩৩। দেলোয়ার শিকদার (৬৫), পিং- মৃত হান্নান শিকদার, সাং- কাপুড়িরা সদরদী, ৩৪। মোঃ মামুন শেখ (৪৫), পিং- মৃত ইদিস শেখ সাং-চৌধুরীকান্দা সদরদী, ৩৫। বাদশা শেখ (২৮), পিং- ইলিয়াস শেখ, ৩৬। জালাল শেখ (৩৫), পিং- সালাম শেখ, উভয় সাং- কাপুড়িয়া সদরদী, ৩৭। খোকন মুলী (৫০), পিং- মৃত সোরহাব মুন্সী, সাং- পীরের চর, ৩৮। সামচু মাষ্টার (৫০), পিং- সোনা মিয়া মুলী, সাং- রায়পাড়া সদরদী, ৩৯। চুন্নু খান, পিং- মৃত রুস্তম, সাং- চর মুখডোবা, ৪০। আবির হোসেন বিতু (৩০), পিং-লাইবুল মুন্সী, সাং- নুরপুর, ৪১। আকরাম মোল্যা (৫০), পিং- ধনি মোল্যা, সাং- মুনসুরাবাদ, সাং-মুনসুরাবাদ, ৪২। জুয়েল শেখ (৬০), পিং- মৃত আব্দুর রব শেখ, সাং- খাপুরা (৪৩) সুজন দাস (৪০), পিং- মহন দাস, সাং- মধ্য হামিরদিয়া ৪৪। সাগর মাহমুদ, পিং- মৃত মিয়ান আব্দুস সালাম, ৪৫। মনিরুজ্জামান নয়ন (৪৫), সভাপতি, ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা-মৃতু ইউসুফ খাঁ, গ্রাম-কুমারখালী, পোস্ট- শরীফাবাদ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৪৬। পিয়াল শেখ (২৮) (সভাপতি হামিরদী ইউনিয়ন ছাত্রলীগ), পিং- গুলজার শেখ, ৪৭। জিতু মুন্সী (৩৫), পিং- হাবিব মুন্সী, সাং-ভাঙ্গা টাউন, ৪৮। আজম মুন্সী (৩২), পিং- শাহা মুন্সী, সাং- চৌধুরীকান্দা সদরদী, ৪৯। রমিম মুন্সী (৩৩), পিং- কোডন মুন্সী, সাং- চৌধুরীকান্দা সদরদী, ৫০। জাহিদ কমিশনার (৩০), পিং- হাজী নান্নু, সাং- চৌধুরীকান্দা সদরদী,

৫১। লিমন মুন্সী (৩০), পিং- মৃত কয়েস মুন্সী, সাং- হোগলাডাঙ্গী, ৫২। মিয়ান মোঃ আকরাম মুন্সী হোসেন (৫৫), পিং- মৃত আব্দুল মোতালেব মিয়া, সাং- চন্ডিদশদী, ৫৩। মিঠু শিকদার (৩৫), পিং- মৃত সত্তার শিকদার, সাং-চৌধুরীকান্দা সদরদী, ৫৪। খায়রুল খান (৩৫) (সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ), সাং-সিলেধর চর সদরদী, ৫৫। জহিরুল ইসলাম অভি (৩০), পিং- ভিপি শওকত, সাং- সোনাখোলা, ৫৬। আজাদ মুন্সী (২৫), পিং- মৃত কায়েস মুন্সী, সাং- হোগলাডাঙ্গী, ৫৭। নাহিদ (২৮), পিং- নান্নু ডাক্তার, সাং-চৌধুরীকান্দা সদরদী, ৫৮। বাদল মুন্সি (৪৫), পিতা মৃত্যু শাহজাহান মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক, ঘারুয়া

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!