বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় বালিভর্তি ট্রলি কেড়ে নিলো শিশুর প্রান

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি :





কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৫) প্লে শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে শহরের প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)।

রোববার সকাল সাড়ে আটটার দিকে প্রতীতি বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।  বালি ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন, বিক্ষুব্ধ জনতা। তারা বলেন, স্কুলের সামনে সড়ক পারাপারের ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। দিনের বেলায় মহাসড়কে অবৈধ ইঞ্জিন চালিত ট্রলি এভাবে দাপিয়ে বেড়াচ্ছে, প্রশাসন তাদের থেকে মাসোহারা নিয়ে, চুপ করে বসে আছে। এভাবে আর কত মায়ের বুক খালি হলে এই অবৈধ ট্রলিগুলো বন্ধ হবে। প্রশাসনের টনক নড়বে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তিনি জানান, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।