অনলাইন ডেস্ক:
অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে একে একে তাজবীর সজীবের পাঁচটি বই প্রকাশিত হয়েছে। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের সম্পাদিত বই ‘সাংবাদিকতার প্রকৃতি’, ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গোপন সফলতা’, কাব্যগ্রন্থ ‘ভুলে ভরা কাহিনী’, এবং ‘ডিজিটাল মার্কেটিংয়ের কার্যকর পদ্ধতি’-এর নতুন সংস্করণ।
এছাড়া একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম ইংরেজি বই ‘মার্কেটিং মেভেরিক’।
এই বইগুলো পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫-এ বাবুই প্রকাশনীর স্টল নম্বর ৩৯৩-৩৯৪-৩৯৫-৩৯৬-এ।
বাবুই প্রকাশনীর প্রকাশক মোরশেদ আলম হৃদয় বইগুলোর পাঠকপ্রতিক্রিয়া সম্পর্কে জানান, ‘তাজবীর সজীবের ৫টি বইই আলোচনায় রয়েছে। লেখক তার শিক্ষকতা ও সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে পরিচিতি পেয়েছেন, এবং অন্যান্য পাঠকদের মধ্যেও বইগুলো সম্পর্কে ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে।’
লেখক ও প্রকাশনী সূত্রে জানা গেছে, লেখক তার পেশাগত, একাডেমিক এবং তাত্ত্বিক অভিজ্ঞতা থেকে ‘সাংবাদিকতার প্রকৃতি’, ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গোপন সফলতা’, ‘ডিজিটাল মার্কেটিংয়ের কার্যকর পদ্ধতি’ এবং ‘মার্কেটিং মেভেরিক’ বইগুলো রচনা করেছেন।
‘ভুলে ভরা কাহিনী’ লেখকের দ্বিতীয় একক কাব্যগ্রন্থ।
লেখক তাজবীর সজীব লেখালিখি এবং গণমাধ্যমে ‘তাজবীর সজীব’ নামেই পরিচিত। তবে তার সার্টিফিকেট অনুযায়ী তার নাম মো. তাজবীর হোসাইন। তিনি একজন সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ।
তিনটি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে তিনি ক্যারিয়ারের নানা পর্যায়ে ৯টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক পুরস্কার অর্জনও তার প্রোফাইলে সংযুক্ত হয়েছে।
২০০৫ সালে সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের কাছ থেকে সম্মাননা এবং নটর ডেম কলেজে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা উপদেষ্টার কাছ থেকে ‘অনারেবল মেনশন’ সম্মাননা পেয়েছেন, যা তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন।