মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাজধানীর সড়কে প্রকাশ্যে তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপ, আটক -২

প্রকাশিত হয়েছে -




অনলাইন ডেস্ক :





(সংগৃহীত ছবি)

রাজধানীর সড়কে প্রকাশ্যে তরুণ-তরুণীকে কোপানোর ঘটনা ঘটেছে। কোপাকুপির ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরই মধ্যে তোলপাড় নেট-দুনিয়া।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ কোপাকুপির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা চিৎকার করছিল।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার।

সূত্র জানায়, আহত দুই ভুক্তভোগী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিক কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ব্রিফিং করে জানানো হবে।

 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যবে। দুজনকে পুলিশ আটক করেছে। বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সুত্র: 24bd.tv/কেএইচআর