বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:





রাজশাহী মহানগরীতে পানি উন্নয়ন বোর্ড বাপাউবোর কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। বেলা ১২ টার দিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে এই মানবনন্ধন আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে পাউবো ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান একক ভাবে কাজ করে গেছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের চাপ প্রয়োগ করেছে। তারা আরও দাবি করেন, সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরী প্রয়োজন।