নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭শ ১০ টাকা।
সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুরের প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বুলডোজার দিয়ে গুড়িয়ে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের রয়েছে-বিদেশী মদ ৯৩৬৮ বোতল, দেশী মদ ২০ লিটার, ফেন্সিডিল ১১০০০ বোতল, গাঁজা ১২৭.৬৫০ কেজি, হেরোইন ৮.৬৫৭ কেজি, ইয়াবা ৭২৪৭ পিস, কোকেন ২২.৪৭৩ কেজি, ভায়াগ্রা ১৩৫০ পিস, সিলডিনাফিল ট্যাবলেট ১৮৬৭৪৭ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯৩০ পিস, পাতার বিড়ি ১২৪৫৭৭ প্যাকেট, ক্রিস্টাল মেথ আইস ৪ কেজি, এলএসডি ৫৬ বোতল, আফিম ০.৯৮০ কেজি, সাপের বিষ ৯ বোতল (২২৫ এমএল), কারেন্ট জাল ৫৬৪.৫০০ কেজি। এসব ধ্বংসকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৪ কোটি ৩১লক্ষ ১৯ হাজার ৭ শত দশ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার বিজিওএম কর্নেল মো. মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক পিএসসি লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। এছাড়াও বিজিবি, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।