সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারী ফ্রিল্যান্সারদের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা জাহেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিভাগের জেলা সমন্বয়কারী ইউসুফ আলী, শিক্ষার্থী জোফিয়া ইয়াসমিন নুপুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম, প্রশিক্ষক ফারুক হোসেন ও ইব্রাহিম হোসেনসহ অন্যরা।প্রসঙ্গত: দুটি প্রশিক্ষন কোর্সে উপজেলার ৮০ জন নারী ফ্রিল্যান্সার অংশ নেয়।