কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে দেখা গিয়েছে কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে ট্রাফিক মোড়ে গিয়ে মিছিলটি এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুটি সংগঠনের কয়েকশো নেতাকর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম, নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সদস্য, সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলা প্রতিনিধি তৌহিদ খান আকাশ ও কে এম রাইয়ানুর রহমান। এছাড়া নাগরিক কমিটি কুষ্টিয়া সদরের মুজাহিদ ও মিরপুরের স্টালিন, পারভেজ, সাকিব, একরামুল সহ কমিটির সকল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনকারীরা ‘কুয়েটে হামলা কেনো প্রশাসন জবাব চাই, শিক্ষা না সন্ত্রাস শিক্ষা শিক্ষা, শিক্ষাঙ্গনে চাঁদাবাজি চলবেনা চলবে না, ছাত্রদলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, কুয়েট তোমার ভয় নাই জুলাই-আগস্ট ভুলি নাই’ এমন নানা স্লোগান দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। নব্য-ফ্যাসিবাদকেও একইভাবে তাড়াতে করা হবে। বক্তারা আরো বলেন, কেউ যদি সন্ত্রাসী ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চাই তাহলে তাকেও আমরা ছাত্রলীগের পরিণতি করে ছাড়ব। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, গেস্ট রুম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। শিগগিরই কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।