বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দর্শনায় আবার ৭ বোমার সন্ধান,সর্বত্র আতঙ্ক

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী দু’টি গ্রাম থেকে ৬ টি বোমা উদ্ধার হয়েছে।এছাড়া ভোর রাতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দর্শনা পৌরসভার ইশ্চরচন্দ্রপুর গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর আশু মিয়ার বাড়ির পিছনে কেবা কারা একটি বোমার বিস্ফোরণ ঘটায়।পরে দর্শনা থানা পুলিশের একটি দল খবর পেয়ে সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরো দুটি বোমা সাদৃশ্য কোটার সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে।তার কিছুক্ষণ পর পাশের গ্রাম আকুন্দবাড়িয়ার একটি বাঁশবাগানের পাশ থেকে আরও ৪ টি লাল টেপ জড়ানো বোমা সাদৃশ্য উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ইশ্বরচন্দ্রপুর গ্রামে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এছাড়াও ওই এলাকায় আরো ২টি তাজা বোমা ও আকুন্দবাড়িয়া থেকে ৪ টি বোমা সাদৃশ্য উদ্ধার করে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। বোমা ডিসপোজাল টিম এসে পরবর্তী পদক্ষেপ নেবেন।উল্লেখ্য ঘটনার কয়েকদিন আগেও দর্শনার কেরু এলাকা থেকে বোমা উদ্ধার করে তা বিস্ফোরণ ঘটনা হয়েছিল।ফলে দর্শনায় সর্বত্র বোমা আতঙ্ক বিরাজ করছে।