মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি অমর একুশের প্রথম প্রহরে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্ব দরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য ইউনিটির পুলিশ কর্মকর্তাগন শ্রদ্ধা জানান। জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক (জেলা পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রশাসক) তৌফিকুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র সহ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা সহ পর্যায়ক্রমে জেলার অন্যান্য সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাব এর পক্ষে থেকে প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম, নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সদস্য, সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজ সহ নেতাকর্মী ফুলেল শ্রদ্ধা জানান।

এদিকে জানা গিয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে শহিদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখা আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধক্ষ্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার সহ নেতাকর্মী। দেখা গিয়েছে দীর্ঘদিনের বিভেদ ভুলে বিএনপির নেতৃবৃন্দ এক সাথে মিলিত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।