মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ায় জাতীয় পার্টির (কাজী জাফর) শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে -




কুষ্টিয়া প্রতিনিধিঃ





মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টার পরে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়ার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমত আলী খান মনির সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন উক্ত সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) সদর উপজেলা শাখার আহবায়ক সুজাউদ্দৌলা রাজু, জাতীয় পার্টি নেতা নাজমুল হাসান খান, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক ইউসুফ রেজা রানা প্রমূখ।

এসময় জেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী বলেন, মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার। তিনি আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।