বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

সিলেট এমসি কলেজের শিক্ষার্থীদের উপর শিবিরের হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে -




কুষ্টিয়া প্রতিনিধিঃ

সিলেট এমসি কলেজের শিক্ষার্থীদের উপর শিবিরের হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন থানা মোড়ে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুটি সংগঠনের কয়েকশো নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম, নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সদস্য, সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলা প্রতিনিধি তৌহিদ খান আকাশ ও কে এম রাইয়ানুর রহমান। এছাড়া নাগরিক কমিটি কুষ্টিয়া সদরের মুজাহিদ প্রমূখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আহবায়ক হাসিবুর রহমান বলেন, গতকাল ১৯ ফেব্রুয়ারি রাতে সিলেটের এমসি কলেজে ফেসবুকের একটি কমেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর উপর হামলা হয়েছে। ২৪ জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অনেকে বলছেন, এটি শিবির করেছে। তিনি আরো বলেন, শিবির নিজেই নির্যাতিত ছাত্র সংগঠন, কিন্তু তারা যদি ভিন্নমত দমনে এমন আচরণ করে, তা মেনে নেওয়া হবে না। সরকারের কাছে আমাদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

এছাড়াও নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা সদস্য সুলতান মারুফ তালহা বলেন, গত ৫ আগস্টের পরবর্তী সময়ের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে যেন পেশিশক্তির রাজনীতি প্রবেশ করতে না পারে, সে জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছিলাম। তবুও কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা ও সিলেটের এমসি কলেজে শিবিরের যে হামলা সেটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনাগুলোর বিচার চাই। উক্ত দুটি ঘটনায় যে সংগঠনের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দেখেছি অনেকে প্রচারণা চালাচ্ছেন যে নির্যাতিত শিক্ষার্থী ছাত্রলীগের দোসর। কিন্তু সে যেই হোক না কেন, কোনোভাবেই এই আধিপত্যবাদী রাজনীতি মেনে নেওয়া হবে না। বাংলাদেশে শিবিরকে মজলুম ছাত্র সংগঠন হিসেবেই চেনে অনেকে। তবে, তারা যেন পুনরায় কোনো শক্তির মতো ভিন্নমত দমনে পেশিশক্তি প্রয়োগ না করে, সেটি নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি রেখে বলেন, বিগত দিনের মতো একইভাবে কোনো রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে ‘ডিহিউম্যানাইজ’ করা যাবে না। দেশে অস্থিতিশীল সৃষ্টিকারীদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, নতুন করে এদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হোক আমরা সেটা চাই না। আমরা চাই বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়তে সকলে সহযোগিতা করবে।