মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে কাজল মজমাদার

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের থানাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ক্রিকেট টুর্নামোন্টে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজমাদার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, থানাপাড়া ঈদগাহর সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুহাদ রেজা ফাহিম ও রাকিবুল হাসান রিংকু, জেলা গনঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ প্রমূখ।

খেলায় ইমরান শেখ (বুড়ো) এর পরিচালনায় শহরের যুব সমাজের ৮টি দলের খেলোয়াড়েরা অংশ গ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছে একতা ঐক্য পরিষদ ও রানার্স আপ হয় রবিউল স্মৃতির খেলোয়াড়রা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এর আগে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজমাদার বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। শহীদ জিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনন্য একটি আয়োজন। আগামী দিনে এলাকায় খেলাধুলার বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে করা হবে। উল্লেখ্য,শহিদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।