বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

প্রকাশিত হয়েছে -





মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম(৩৮) মোটরসাইকেল যোগে খাদিমপুরে গ্রামের মোড়ে পৌছালে বৃষ্টিতে রাস্তায় কাদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় অন্য একটি মটরসাইকেল তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।