মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় উক্ত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান শিক্ষক একরামুল হোসেন বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতা তাদের নিজেদের জাতিসত্তা ও নিজস্ব ভাষা কে প্রতিষ্টিত করার জন্য শহীদ হয়েছিলো। সালাম, রফিক ,শফিক, জব্বার, আবুল বরকত সহ নাম না জানা আরো অনেকে রক্ত দিয়েছিলো, তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। তিনি আরো বলেন, ভাষা শহিদদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। পরে সকল ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এর আগে লাল সবুজের জাতীয় পতাকা উত্তলন করা হয়।