বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পোরশায় হে’রোইনসহ ৪ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:





নওগাঁর পোরশায় র‌্যাব-৫, সিপিসি-৩ টিম সরাইগাছী এলাকা থেকে হেরোইনসহ ০৪ মাদক কারবারী গ্রেপ্তার করেছে। সোমবার ১৫৮ গ্রাম হেরোইন ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ- ৬৫০/- টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিছুর ছেলে ফটিক ইসলাম (৩৫), নওগাঁ সদরের ইকরতারা গ্রামের আশরাফুল ইসলাম বাবুর ছেলে নাহিদ হাসান (৩২), মহাদেবপুর উপজেলার মাতাজী হাট গ্রামের রতনের স্ত্রী সুমি আক্তার (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সাজাদা বেগম (৪০)।

র‌্যাবের একটি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফটিক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে এবং নাহিদ, সুমি ও সাজেদার মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব এর গোয়েন্দা দল ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদা এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদাকে উপজেলার সরাইগাছী এলাকা থেকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।