বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, (বিপিএম-সেবা)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। আলোচনায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি পরিচালনা, হোন্ডা মোবাইল টহল, জাল টাকা চক্র, অজ্ঞানপার্টি ও মলমপার্টির কার্যক্রম প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ —এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আসন্ন “পবিত্র মাহে রমজান” উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বাজার, শপিংমল এবং মহাসড়কে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে, থানার আওতাভুক্ত এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
পুলিশ সুপার গোলাম মওলা সকল অফিসার ও ফোর্সকে তাদের দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার আহ্বান জানান। উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।